কিভাবে বিনামূল্যে Desh Account ব্যবহার করবেন - শুরু করার আগে এই বিষয়টি সম্পর্কে একটু সংক্ষেপে জানিয়ে রাখি।
এরপর যাদের সাথে আমাদের লেন-দেন আছে বা লেনদেন শুরু করতে চাই, তাদের নামে Account তৈরি করতে হবে। Account Page-এ গিয়ে + (Plus) Button -এ Click করলে একটি ফর্ম Open হবে। সেখানে নাম, ঠিকানা প্রভৃতি তথ্য Save করে Account তৈরি করা যাবে। এখানে যাদের নামে Account তৈরি করা হবে শুধু তাদের নামেই লেন-দেনের হিসাব করা যাবে।
এভাবে সব লেনদেনের হিসাব করতে করতে দেনা পাওনা হিসাবের জন্য যখন Statement বা বিবরণীর প্রয়োজন হবে তখন Statement Page -এ যেতে হবে। সেখানে গিয়ে Account -এ Rahim লিখে লেনদেন শুরুর আর শেষের তারিখ দিয়ে Search করার সাথে সাথেই চলতি দেনা পাওনা সহ বিস্তারিত লেনদেনের হিসাব Bank Statement -এর মতো পাওয়া যাবে। আবার সেই Statement -টি সহজেই Print, Email বা Computer -এ Save করা যাবে।
আমাদের প্রায় সবারই এখন Bank Account রয়েছে। সেই Account -এ আমরা কখনো টাকা জমা দেই আবার কখনো উত্তোলন করি। এই জমা-উত্তোলন অথবা লেন-দেন সঠিকভাবে হয়েছে কিনা এবং লেন-দেন করার পর Account -এ অবশিষ্ট কত Balance রইল সেটি জানার প্রয়োজনে আমরা Bank থেকে Statement বা একটি বিবরণী নিয়ে থাকি।
এভাবে অনেক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সাথে আমাদের প্রায় সবারই নিজের বা অন্যের প্রয়োজনে লেন-দেন করতেই হয়। যেই লেন-দেনের বিবরণী কোন Bank দেয় না। এই লেন-দেনের বিবরণী বা Statement টি পেতেই মূলত Desh Account পরিষেবাটি ব্যবহার করা হয়।
এটি একটি Online Service তাই, যে কোন জায়গা থেকেই এই ঠিকানায় (https://account.desh.dev) গিয়ে ব্যবহার সম্ভব।
যাইহোক, এবার মূল Topic -এ চলে আসি - কিভাবে Free Desh Account ব্যবহার করবেন।
প্রথমেই Internet Browser -এ গিয়ে (নতুন Version এর Chrome Browser হলে বেশী ভালো) উপরে লিখা ওয়েবসাইটের ঠিকানায় চলে যাবো। এরপর Signup বা Registration করতে হবে। Signup করতে অবশ্যই একটি সচল Email Address লাগবে কারণ, সেই ঠিকানায় একটি Email Verification কোড পাঠানো হবে। Code টি সহ Form Fill-up করে Signup করতে হবে।
Signup -এর পর Login করলে User Panel চলে আসবে। সবাই প্রথমে Help পেজটিতে গিয়ে Basic বিষয়গুলো জেনে নেবেন। Help টি বাংলাতে লেখা থাকায় অনেকেরই বুঝতে সুবিধা হবে।
![]() |
User Panel |
এরপর যাদের সাথে আমাদের লেন-দেন আছে বা লেনদেন শুরু করতে চাই, তাদের নামে Account তৈরি করতে হবে। Account Page-এ গিয়ে + (Plus) Button -এ Click করলে একটি ফর্ম Open হবে। সেখানে নাম, ঠিকানা প্রভৃতি তথ্য Save করে Account তৈরি করা যাবে। এখানে যাদের নামে Account তৈরি করা হবে শুধু তাদের নামেই লেন-দেনের হিসাব করা যাবে।
ধরি, Rahim আমার অনেক Close Friend এবং প্রয়োজনে আমরা একে অপরকে আর্থিকভাবে সাহায্য করি। তাই আমাদের লেনদেনের হিসাব ঠিকঠাক রাখতে Rahim -এর নামে একটি Account তৈরি করলাম।
যখন আমি Rahim কে কোন টাকা দিবো তখন সেটা Debit Page -এ Save করতে হবে। আবার যখন আমি Rahim -এর কাছ থেকে টাকা নিবো তখন সেটা Credit Page -এ Save করবো। শুধু এতটুকুই মনে রাখতে হবে যে, Debit অর্থ প্রদান করা আর Credit অর্থ গ্রহণ করা বোঝায়।
![]() |
Statement |
এভাবে সব লেনদেনের হিসাব করতে করতে দেনা পাওনা হিসাবের জন্য যখন Statement বা বিবরণীর প্রয়োজন হবে তখন Statement Page -এ যেতে হবে। সেখানে গিয়ে Account -এ Rahim লিখে লেনদেন শুরুর আর শেষের তারিখ দিয়ে Search করার সাথে সাথেই চলতি দেনা পাওনা সহ বিস্তারিত লেনদেনের হিসাব Bank Statement -এর মতো পাওয়া যাবে। আবার সেই Statement -টি সহজেই Print, Email বা Computer -এ Save করা যাবে।
Desh Account সেবা টি যে শুধু লেনদেন ও দেনা পাওনা হিসাবের জন্য ব্যবহৃত হয়ে থাকে, তা নয়। এটি ব্যক্তিগত এবং পরিবারের সকল আয়-ব্যয়ের হিসাব করার কাজেও সুন্দরভাবে ব্যবহার করা যায়। এই বিষয়টি পৃথক কোন Article -এ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।